ব্যুরো রিপোর্ট: বৃহস্পতিবার সকাল থেকে তিনদিনের জন্য বন্ধ থাকছে রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার সবকটি বাজার। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হয়েছে।
এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে থেকে বিভিন্ন জায়গায় মাস্ক না পরলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে প্রচার চালাচ্ছে।