বিগ বসের দৌলতে অবশেষে সামনে আসছেন রাখির স্বামী

বিগ বসের দৌলতে অবশেষে সামনে আসছেন রাখির স্বামী

ব্যুরো রিপোর্ট:  ২০১৯-র শেষের দিকে সকলকে অবাক করে হঠাৎই এনআরআই রীতেশকে বিয়ে করার কথা জানিয়েছিলেন রাখি সাওয়ান্ত। যদিও তারপর থেকে প্রায় দু’বছর কেটে গেলেও দেখা মেলেনি রাখির স্বামীর।

তবে এবার নাকি সত্যিই প্রকাশ্যে আসতে চলেছেন রাখির স্বামী রীতেশ।বিগ বস ১৫এ অংশ নেওয়ার কথা রাখির স্বামী রীতেশ নিজেই সর্বভারতীয় সংবাদ-মাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন।

যদিও গতবছর বিগ বস ১৪এ হাজির থাকার কথা ছিল তাঁর।তবে বিগ বস ১৪এ হাজির হয়ে স্বামীর রীতেশকে নিয়ে মুখ খুলেছিলেন রাখি সাওয়ান্ত। বলেছিলেন, অনেকেই ভাবছেন,

তাঁর বিয়ের খবরটা মিথ্যে। তবে তাঁর সত্যিই বিয়ে হয়ে গিয়েছে। সন্তানের জন্মের আগে, তাঁর স্বামী প্রকাশ্যে আসবেন। নিজের পরিচয় সবার সামনে তুলে ধরবেন বলেও জানান রাখি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *