ব্যুরো রিপোর্ট: গতকাল অর্থাৎ শুক্রবার ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। শুক্রবার করোনা টিকায় রেকর্ড গড়েছে ভারত। গোটা অস্ট্রেলিয়ার যা জনসংখ্যা, তার প্রায় সমান সংখ্যক মানুষ এদিন করোনা টিকা গ্রহণ করেছেন।
টিকা নিয়েছেন ২.৫১ কোটিরও বেশি মানুষ। এখনও পর্যন্ত দেশে ৭৯.৪২ লক্ষেরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।শুক্রবার দেশে নতুন করে মোট ৩৫,৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৩,৭৯৮ জন।
অ্যাকটিভ কেসের সংখ্যা ৩,৪০,৬৩৯। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা ২৮১। পশ্চিমবঙ্গের পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৭১৯ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন।