ব্যুরো রিপোর্ট: বিবেকানন্দ সেতু উড়ালপুলে কাজ হওয়ার দরুন গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এই রুটের সমস্ত বাস এবং মিনিবাস ঘুড়িয়ে দেওয়া হয়েছে। কেএমডিএ এই রুটে কাজ করবে।
যে সমস্ত বাস ঘুরিয়ে দেওয়া হয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক। কেকে টেগর রোড থেকে বাস ঘুরিয়ে রবীন্দ্র সরণি হয়ে গণেশ টকিজ যাবে।
১৮০, ২০, ১৩, ১৬৪ নম্বর রুটের বাস বিডন স্ট্রিট হয়ে বি কে পাল এভিনিউ হয়ে যদু লাল মল্লিক রোড হয়ে কালাকার স্ট্রিট হয়ে হাওড়ায় পৌঁছাবে। ১৩ এ রুটের বাস মানিকতলা ভায়া বিবেকানন্দ রোড হয়ে বিডন স্ট্রিট হয়ে সিআর এভিনিউ হয়ে হাওড়ায় পৌঁছাবে।
এম জি রোডে যে ট্রাম চলে তা কাজ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নিমতলা ঘাট স্ট্রিট থেকে বিকেপাল হয়ে রবীন্দ্র সরণি রাস্তা ওয়ান ওয়ে থাকবে।
পোস্তা মার্কেট থেকে যে সমস্ত বাস স্ট্যান্ড রোড ,নিমতলা ঘাট রোড, বিডন স্ট্রিট এবং বিধান সরণি হয়ে যাবে সেই সমস্ত পথে গাড়ি খুব আস্তে চলবে।