ব্যুরো রিপোর্ট: ফের বাবা হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবারই টুইট করে পর্তুগিজ ফুটবলার ঘোষণা করেছেন, তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস অন্তঃসত্ত্বা। এ বারও একেবারে দুই সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো। তাঁর বান্ধবী জর্জিনা যমজ সন্তানের জন্ম নিতে চলেছেন।
রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘোষণা করেছেন যে তাঁর ২৭ বছরের মডেল তথা বান্ধবী ৩ মাসের অন্তঃসত্ত্বা।৩৬ বছরের রোনাল্ডো চার সন্তানের বাবা, যেখানে তাঁর তিন সন্তান ২ জন সারোগেট মায়ের মাধ্যমে হয়েছে।
বৃহস্পতিবার রোনাল্ডো ও জর্জিনা নিজেদের মিষ্টি একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘যমজ সন্তান আসার খবর জানাতে পেরে আমরা প্রচণ্ড খুশি। তর সইছে না।’ প্রসঙ্গত, ২০১৭ সালে পর্তুগালের রোনাল্ডো স্বীকার করেছিলেন যে তিনি সাত সন্তানের বাবা হতে চান এবং জর্জিনা গত বছর বলেছিলেন, ‘
মা হওয়ার ইচ্ছা সবকিছুর চেয়ে বেশি আমার কাছে। আমি আশা করছি আরও সন্তানের মা হব।’ এই দুই যমজ সন্তানের পর রোনাল্ডো ৬টি সন্তানের বাবা হবেন।রোনাল্ডো ইতিমধ্যে তিন বছরের কন্যা আলনা, ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র, ১১ বছর ও চার বছরের যমজ এভা ও মাতেওর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
২০১৭ সালের নভেম্বর মাসে রোনাল্ডো এবং জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়। এ বার ফের পিতৃত্বের স্বাদ অনুভব করতে চলেছেন পর্তুগিজ ফুটবলার।
এই খবর চাউর হতেই সতীর্থরা অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছেন।বান্ধবী জর্জিনা পাঁচবারের ব্যালন ডি’ওর বিজয়ী, তিনি যখন গুচি স্টোরের সেলস অ্যাসিট্যান্ট ছিলেন তখনই রোনাল্ডোর সঙ্গে তাঁর পরিচয় হয়।
শোনা গিয়েছে, ডলসি ও গাবানা ইভেন্টের ভিআইপি এলাকায় বসে থাকা জর্জিনার ওপর নজর যায় রোনাল্ডোর। রোনাল্ডোর প্রথম সন্তান ‘রোনাল্ডো জুনিয়র’ সবার থেকে বড়। সেই ছেলের মাতৃ পরিচয় প্রকাশ্যে আনেননি এই ফুটবলার।
রোনাল্ডো জুনিয়র রুনির পুত্র কাইয়ের সঙ্গে ইউনাইটেড অ্যাকাডেমিতে যোগ দেয়। লন্ডনে তাদের নতুন স্কুল শুরু হওয়ার আগেই ইউনিফর্ম পরে জর্জিয়া তার সন্তানের মিষ্টি ছবি পোস্ট করেন।
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনাল্ডো ২০১৭ সাল থেকে জর্জিনা রদ্রিগেসের সঙ্গে ডেট করা শুরু এবং সময়ের সঙ্গে সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়ে যায়।
২০১৬ সালে জর্জিয়া যখন গুচি স্টোরে কাজ করতেন সেই সময় রোনাল্ডোর সঙ্গে তাঁর পরিচয় হয়। স্প্যানিশ মডেল জর্জিয়ার ২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক ইরিনা শায়কের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তিনি পর্তুগাল তারকার সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়ান।