রোনাল্ডোর জোড়া গোল, মেসি-এমবাপেও বল জালে জড়ালেন! পিএসজির রিয়াধ-জয়ের সাক্ষী অমিতাভ

রোনাল্ডোর জোড়া গোল, মেসি-এমবাপেও বল জালে জড়ালেন! পিএসজির রিয়াধ-জয়ের সাক্ষী অমিতাভ

ব্যুরো রিপোর্ট: রিয়াধে প্রদর্শনী ম্য়াচে রিয়াধ সিজন টিমকে ৫-৪ গোলে হারাল পিএসজি। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে গোল করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জোড়া গোল করেন। ম্যাচ শুরুর আগে ফুটবলারদের সঙ্গে মিলিত হন অমিতাভ বচ্চন।লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার ও কিলিয়ান এমবাপে।

বিশ্ব ফুটবলের চার মহাতারকাকে একইসঙ্গে দেখা গেল ফুটবল মাঠে। মেসি-নেইমার-এমবাপে ত্রিফলা বড় অস্ত্র পিএসজির। রিয়াধ সিজন টিম বা সৌদি আরবের অল স্টার একাদশকে নেতৃত্ব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোড়া গোলও পেলেন। যদিও পিএসজির কাছে ৪-৫ গোলে পরাস্ত হলো রিয়াধ।

গোল করলেন মেসি, এমবাপে।নামেই প্রদর্শনী ম্যাচ। কোনও দলই প্রতিপক্ষকে এতটুকু জায়গা ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে নামেনি। দুবার পিছিয়ে পড়েও বিরতিতে ২-২ করতে সক্ষম হয়েছিল রিয়াধ। যদিও দ্বিতীয়ার্ধে রিয়াধকে আরও তিন গোল হজম করতে হলো। তবে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে রোনাল্ডোদের দল।

রোনাল্ডো এক ঘণ্টা পর মাঠ না ছাড়়লে বাকি আধ ঘণ্টায় খেলার ফল অন্যরকমও হতে পারতো।রিয়াধের আল ফাধ স্টেডিয়ামে ছিল আজকের ম্য়াচটি। যার দিকে নজর ছিল তামাম ফুটবলপ্রেমীদের। ম্যাচ শুরুর আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে মিলিত হন অমিতাভ বচ্চনও।

এমবাপে, নেইমার, মেসি, রোনাল্ডোর সঙ্গে তাঁর করমর্দনের ভিডিও ভাইরাল হয়েছে। মেসি ও রোনাল্ডোর সঙ্গে হাত মেলানোর সময় কয়েক সেকেন্ড আলাদা করে কথাও বলেন বিগ বি। সৌদির অল স্টারটি দল গড়া হয়েছিল আল নাসের ও আল হিলালের ফুটবলারদের নিয়ে।

খেলা শুরুর ৩ মিনিটেই লিওনেল মেসির গোল এগিয়ে দেয় পিএসজিকে। নেইমারের বাড়ানো পাস থেকে দুরন্ত ফিনিশ। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠেন রোনাল্ডোরা। খেলার বয়স যখন আধ ঘণ্টা পেরিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভেসে আসা ফ্রি কিকে মাথা ছুইয়ে গোল করতে লাফিয়ে ওঠেন।

কিন্তু পিএসজির গোলকিপার তথা রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ কেইলর নাভাসের হাত সিআর সেভেনের মুখে লাগে। পেনাল্টি দেন রেফারি। চোখের নীচে, মুখে চোট পান রোনাল্ডো, তবে বড় বিপত্তি হয়নি। উঠে দাঁড়িয়েই পেনাল্টি থেকে গোল করে ম্যাচ ১-১ করেন রোনাল্ডো।

৩৯ মিনিট থেকে পিএসজি ১০ জনে খেলতে বাধ্য হয় জুয়ান বার্নাট লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়। ৪৩ মিনিটে মার্কুইনহসের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের ইনজুরি টাইমে রোনাল্ডোর হেড পোস্টে লেগে প্রথমে ফিরে আসে, কিন্তু ফিরতি বল থেকে দুরন্ত গোল করে ম্যাচ ২-২ করেন রোনাল্ডো।

৫৩ মিনিটে সের্হিও রামোসের গোলে পিএসজি ৩-২ ব্যবধানে এগিয়ে যায়, এক্ষেত্রে অ্যাসিস্ট এমবাপের। ৫৬ মিনিটৈ জাং হিউন-সু গোল করে ৩-৩ করেন। মেসির শট আলি আল বুলাইহির হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। এরপরই রোনাল্ডোকে তুলে নেওয়া হয়।

হুগো একিটিকে ৭৮ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ৫-৩ গোলে। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে রিয়াধের চতুর্থ গোলটি করেন অ্যান্ডারসন তালিসকা। এতে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি রোনাল্ডোর দল। ফলে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথে শেষ হাসি হাসলেন আর্জেন্তিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতানো এলএম টেনই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *