ব্যুরো রিপোর্ট: জাহির খানের পর এবার আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল বাছাই করলেন সাবা করিম। আর এই দলে জায়গা পেলেন না শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক শিখর ধওয়ান।
সাবা করিম তাঁর বাছাই করা দলে যাঁদেরকে রেখেছেন তাঁরা হলেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার।
নিজের এই দল বাছাই নিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য নির্বাচকরা যে দলটি বেছে নিয়েছিলেন, সেখানে প্রায় ১৭ জন খেলোয়াড় ছিলেন, আমি সেখান থেকে প্রথমে আমার দল নির্বাচন শুরু করেছি।
যেই খেলোয়াড়রা সেখানে ভাল পারফর্ম করবে এবং ইংল্যান্ডে থাকার কারণে শ্রীলঙ্কা সফরে সুযোগ পাননি, তাদের বাইরে রাখার কোন অজুহাতই হয়না। নির্বাচনে ধারাবাহিকতা থাকতে হবে।
যে কারণে, আমি ওয়াশিংটন সুন্দরকে আমার দলে রেখেছি। আমি মনে করি সংযুক্ত আরব আমিরশাহিতে যে ম্যাচগুলো হচ্ছে, সেখানে আপনাকে একজন অফ স্পিনারের প্রয়োজন হবে এবং তিনি একজন অলরাউন্ডার।’
মহম্মদ শামি, কুলদীপ যাদব ও যুযবেন্দ্র চাহালকে বাদ রেখে নিজের দলে রাহুল চাহারকে রাখার কারণ হিসেবে তিনি বলেন, রাহুল চাহার আক্রমণাত্মক বোলার এবং তিনি উইকেট নিতে পারেন।