কলকাতা রোটারি সদনে আবার অনুষ্ঠিত হল ‘সঞ্জীবন-২০২২’

কলকাতা রোটারি সদনে আবার অনুষ্ঠিত হল ‘সঞ্জীবন-২০২২’

ব্যুরো রিপোর্ট:  অবশেষে ‘ঝড়’ থেমে গেছে, কোভিড অতিমারির দুঃস্বপ্নের দিনগুলিকে ভুলে পৃথিবী আবার স্বাভাবিক হয়ে উঠছে। এই পরিপ্রেক্ষিতে প্রায় দুই বছর পর বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের দিন কলকাতা রোটারি সদনে আবার অনুষ্ঠিত হল ‘সঞ্জীবন-২০২২’।

বিভিন্ন ধরণের রক্তের ক্যানসারের সারভাইভার ও থ্যালাসেমিয়া রোগীদের মিলন উৎসব সঞ্জীবনএর রূপকার বিশিষ্ট রক্ত রোগ বিশেষজ্ঞ ও কলকাতার অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতালের চিকিৎসক ডা. সৌম্য ভট্টাচার্য্য।

ব্লাড ক্যানসার শব্দটা শুনলে অন্য ক্যানসারের মতোই মানুষ ভয় পান। কিন্তু আজকাল অনেক ক্ষেত্রেই এই অসুখ উপযুক্ত চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকে। এই অসুখে মানুষের মনবল ভেঙ্গে পড়ে। তাই চিকিৎসার সঙ্গে সঙ্গে ক্যানসার রোগী ও তার পরিবারের কাউন্সেলিংও প্রয়োজন হয়।

এই পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠান কিছুদিনের জন্য হলেও ক্যানসার রোগী ও তার পরিবারকে ডিপ্রেশন ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে আশার আলো দেখায়। এই ধরণের অনুষ্ঠান রোগীদের উদ্বুদ্ধ করে, আশার আলো দেখায়, মারন রোগের বিরুদ্ধে লড়াইতে প্রেরণা যোগায়।

প্রায় একশর উপর রোগী এই অনুষ্ঠানে যোগ দেন, একে অপরের সঙ্গে মত বিনিময় করেন।আজকের আধুনিক চিকিৎসা, অত্যাধুনিক ওষুধ, কেমো থেরাপি, টারগেটেড থেরাপি বা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন প্রভৃতির কল্যাণে বহু মানুষই ব্লাড ক্যানসার বা থ্যালাসেমিয়াকে নিয়ন্ত্রনে রাখছেন।

এরকম অনেকেই আজকাল তাঁদের রোগকে নিয়ন্ত্রণে রেখে নিজের স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্যানসারএর সারভাইভারদের সম্বর্ধনা দেওয়া হয়। ডা।

সৌম্য ভট্টাচার্য্য বলেন যে সঞ্জীবন শুধু ক্যানসার নয়, ক্যানসার রোগীদের যে পাহাড় প্রমান বাধা ও অসুবিধার মুখমুখি হতে হয় তার বিরুদ্ধে জয়েরও বিজয় উৎসব।আলোচনা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পী, রোগী ও রোগীর পরিবারের সদস্যরা একই মঞ্চে অনুষ্ঠান করেন।

ডা. সৌম্য ভট্টাচার্য্য একই সঙ্গে চিকিৎসক, সুগায়ক ও প্রতিষ্ঠিত লেখকও। অনুষ্ঠানে ডা. সৌম্য ভট্টাচার্য্যের কোভিদের ওপর নতুন বই প্রকাশ করা হয়। সম্পুর্ন অনুষ্ঠানটির আয়োজন করেন পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটি। সোসিইটির পক্ষ থেকে বিশিষ্ট লেখক শংকরলাল ভট্টাচার্য্যকে তাঁর ‘পটেশ্বরী উপন্যাসের জন্য লীলা স্মৃতি পুরষ্কার প্রদান করা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *