ব্যুরো রিপোর্ট: রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তিতে মালা মালাতে পরাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা সায়ন্তন বসু। ঘটনাটি ঘটেছে খড়দহের ফেরিঘাট এলাকায়।
বিজেপি নেতাকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ।
মঙ্গলবার ফেরিঘাট এলাকায় পৌঁছতেই গাড়ি ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল নেতা-কর্মীরা। পাশাপাশি কালো পতাকা দেখানো হয় তাঁকে।
এর পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্তিতে মালা পরাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সায়ন্তনকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে।
তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, ২২ শ্রাবণ চলে যাওয়ার পর কবিগুরুকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিজেপি নেতা, যা কবির অপমান। অবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা না পড়িয়ে ফিরে আসেন সায়ন্তন বসু।