ব্যুরো রিপোর্ট: সপ্তাহের পঞ্চম ট্রেডিং দিন অর্থাৎ শুক্রবার রেকর্ড স্তর স্পর্শ করল ভারতের শেয়ার বাজার। এদিন সকালে বাজার খুলতেই বোম্বে স্টক এক্সচেঞ্চের প্রধান সূচক সেনসেক্স ৫৫১৫৮.৪৯ এ পৌঁছে যায়।
আজ বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ০.৫৭ শতাংশ বেড়েছে৷ অন্যদিকে নিফটি বেড়েছে ০.৫৮ শতাংশ৷ শুক্রবার সকালেই নিফটি স্পর্শ করেছে ১৬৪৫৮.২০ এর রেকর্ড স্তর।
এই পরিবর্তনে TATA Cons. Prod ২.৪৮ শতাংশ বেড়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে৷ অন্যদিকে Eicher Motors 3.09 শতাংশ পড়ে গিয়ে সবচেয়ে লোকসানের মুখ দেখেছে৷
শুক্রবারের শেয়ার মার্কেটের ওঠানামাই সবচেয়ে সফল সেক্টর নিফটি মেটাল, যা প্রায় ০.৮৫ শতাংশ বৃদ্ধি করেছে৷ সবচেয়ে অসফল সেক্টর নিফটি ফার্মা যেটি ০.৪৩ শতাংশ নীচে পড়েছে৷
৩০ শেয়ারের সেনসেক্স প্যাক ২১৪ পয়েন্ট (০.৩৯ শতাংশ) বাড়ে প্রথম অবস্থায়। NSE নিফটি ৬৬ পয়েন্ট (০.৩১ শতাংশ) বাড়ে। টাটা ছাড়াও এইচডিএফসি, এম অ্যান্ড এম, আইসিআইসিআই,
এল অ্যান্ড টি, টিসিএস প্রায় ১.২১ শতাংশ বৃদ্ধির মুখ দেখেছে৷ সম্প্রতি মুদ্রাস্ফীতি কিছুটা কমে কমে ৫.৫৯ শতাংশে এসেছে জুনে ছিল ৬.২৬ শতাংশ। পাশাপাশি বিনিয়োগকারীদের পজিটিভ দৃষ্টিভঙ্গি শেয়ার মার্কেটে এই গতি এনেছে৷
দেশের অর্থমন্ত্রী গত বুধবার জানিয়েছেন দেশের অর্থনীতি সে জায়গার থেকে খুব বেশি দূরে নেই যেখানে পৌঁছলে সেল্ট্রাল ব্যাঙ্ক ‘ফিনানশিয়াল লিকুইডিটি সাপোর্ট’ তুলে নিতে পারবে৷
উঁচু পি/ই রেশিওই বলে দিচ্ছে ভবিষ্যতের বড় বৃদ্ধির আশাতে বেশি মূলে শেয়ার কেনার ঝুঁকি নিচ্ছেন বিনিয়োগকারীরা৷ আর তাতেই বেশ অনেকটা উঁচু ঢেউ এসেছে BSE ও Nifty তে।