কাবুলে মিসাইল হামলায় মৃত্যু হয়েছে সাত শিশুর, দাবি রিপোর্টে

কাবুলে মিসাইল হামলায় মৃত্যু হয়েছে সাত শিশুর, দাবি রিপোর্টে

ব্যুরো রিপোর্ট:  কাবুলে মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা। সেই হামলায় প্রাণ হারিয়েছেন কাবুলের বাসিন্দা জেমারি আহমদি এবং তাঁর পরিবারের সদস্যরা।

চোখের সামনেই সেই ঘটনার ভয়াবহ দৃশ্যতা দেখেছেন জেমারির মেয়ে সামিয়া আহমদি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিউইয়র্ক টাইমস-কে জানালেন তিনি।

সামিয়া বলেন, ‘আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম। বাবার গাড়ি ঢুকতেই বাচ্চারা সবাই ঘিরে ধরল। আমাদের যৌথ পরিবার। তাই সেই সময় উঠোনে অনেকেই ছিল।

হঠাৎ বিস্ফোরণ। প্রথমে ভেবেছিলাম তালিবান হামলা করেছে। পরে জানতে পারি আমেরিকা মিসাইল হামলা চালিয়েছে।‘   

সূত্রের খবর, মিসাইল হামলায় গাড়ির ভিতরে থাকা সবার মৃত্যু হয়েছে।

এর পর বেশ কয়েকজন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজনের মৃত্যু হয়। সব মিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে সাত জন শিশু।  

মিসাইল হামলা নিয়ে পেন্টাগন জানিয়েছে, ‘মিসাইল হামলায় মানববোমা নিহত হয়েছে। সেই হামলায় সাধারণ মানুষেরও মৃত্যু হতে পারে। আমরা নিশ্চিত নই। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।‘

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *