ব্যুরো রিপোর্ট: টোটো ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আহত চালকসহ সাত যাত্রী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে, মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডীর ঝিনঝিনি পুকুর এলাকায়, মালদা-নালাগোলা রাজ্য সড়কে। ঘটনায় তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ওই তিন যাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।টোটো চালক মদ্যপ থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ যাত্রীদের।ঘটনা সূত্রে জানা গিয়েছে, ভুটভুটিটি হবিবপুর থেকে মালদার দিকে যাচ্ছিলো।
অন্যদিকে টোটোটি যাত্রী নিয়ে হবিবপুরের দিকে যাচ্ছিল। বুলবুলচন্ডীর ঝিনঝিনি পুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাত যাত্রীকে উদ্ধার করে,
বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আহত আরও দুই যাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাকিদের চিকিৎসা চলছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।অন্যদিকে, টোটো চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মদ্যপ টোটো চালককে আটক করে নিয়ে যায় হবিবপুর থানার পুলিশ।