ব্যুরো রিপোর্ট: বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ। এতে শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১টা নাগাদ। পরে আহতদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
যারা অগ্নিদগ্ধ হয়েছেন তারা হলেন নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাড়ীর মালিক রফিকুল ইসলাম বলেন, ছয় তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন,
মিরপুর থেকে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ সাতজন নিয়ে আসা হয়েছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।