ব্যুরো রিপোর্ট: দু’বছরের বেশি সময় ধরে বড় পর্দায় দেখা যায়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। তাঁকে আবার কবে সিলভার স্ক্রিনে দেখা যাবে তা জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
অবশ্য বর্তমানে ‘পাঠান’ ছবির শ্যুট করছেন শাহরুখ। সূত্রের খবর, এর পরে দক্ষিনের পরিচালক অ্যাটলির ছবিতে দেখা যাবে তাঁকে।
নতুন এই ছবিতে দক্ষিনের অভিনেত্রী নয়নতারা’র পাশপাশি দেখা যাবে একাধিক অভিনেত্রীকে। দেখা যাবে বলিউডের অভিনেত্রী সানিয়া মালহোত্রাকেও।
অবশ্য কিছু দিন আগে শোনা গিয়েছিল রাজকুমার হিরানির আগামী ছবিতেও অভিনয় করবেন কিং খান। সেই ছবিতে কাজলের সঙ্গে আবার জুটি বাধবেন শাহরুখ।
‘পাঠান’ ছবির শ্যুট শেষ করার পরে রাজকুমার হিরানি না অ্যাটিলির ছবিতে আগে শ্যুট করবেন বলিউডের বাদশা। সেটাই এখন দেখার বিষয়।