ব্যুরো রিপোর্ট: কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যারপয়েন্টমেন্ট কমিটি এদিন জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে ফের একবার তিন বছরের জন্য আসীন করা হল গভর্নর শক্তিকান্ত দাসকে।
এই কার্যকালের সীমা স্থায়ী হবে ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে শুরু করে। উল্লেখ্য, বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে আসীন রয়েছেন শক্তিকান্ত দাস।
আর এই কার্যকালের মেয়াদ তাঁর বাড়িয়ে দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটির তরফে।