শিয়রে দুর্যোগ, কন্ট্রোলরুম খুলল লালবাজার, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২ দল

শিয়রে দুর্যোগ, কন্ট্রোলরুম খুলল লালবাজার, প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২ দল

ব্যুরো রিপোর্ট:  আজ থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। আকাশে মেঘলা হতে শুরু করেছে। আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি শুরু হবে সোমবার থেকে। রবিবার থেকেই কলকাতার আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।

গতবারের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার তৎপর কলকাতা পুলিশও। লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোলরুম। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলার ২২ দল।এক নিম্নচাপের ধাক্কা কাটতে না কাটতে আরেক ঘূর্ণবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ফের শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানানো হয়েছে। কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা হতে শুরু করেছে। তবে উপকূলবর্তী জেলা গুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

বৃষ্টি চলবে ৫দিন।এবার একটা নয় দুটি ঘূর্ণাবর্ত ধেয়ে আসছে বাংলার দিকে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অন্ধ্র এবং ওড়িশা উপকূলের কাছে। রবিবার থেকে সেটি ওড়িশা উপকূলের দিকে ধেেয় আসবে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

যার প্রভাব পড়বে রাজ্যেও। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বমেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার থেেকই। এই বৃষ্টির রেশ বৃহস্পতিবার পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে। গুলাব নামেএই ঘূর্ণিঝড়টি রবিবার বিকেলে গোপালপুর ও বিশাখাপত্তনমের মাঝে কলিঙ্গপত্তনমে আছড়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওযাবিদরা।

গতসপ্তাহে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা শহর। ১৪ বছরের রেকর্ড বৃষ্টি হয়েছিল কলকাতা শহরে। একাধিক জায়গায় জলজমে বিপর্যস্ত অবস্থা হয়েছিল। নাকাল হয়েছিলেন শহরবাসী। এখনও অনেক জায়গায় জল জমে রয়েছে।

তার উপরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন অনেকে। এবার তাই আগে থেকে সতর্ক পুলিশ। প্রবল বর্ষণ এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়েই সতর্ক কলকাতা পুলিশ। শহরবাসীকে সচেতন রাখতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। লালবাজার থেকে সেই কন্ট্রোলরুম পরিচালনা করা হবে।

এছাড়াএ একটি টিম গড়া হয়েছে।সেই টিমে রয়েছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও সিইএসসির প্রতিনিধিরা। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের ২২টি টিম। ভবানীপুর, কালীঘাট, আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুরে মোতায়েন করা হয়েছে এই বাহিনীকে।

বৃষ্টির কারণে শহরের একাধিক রাস্তায় জল দমবে। এই পরিস্থিতিতে শহরবাসীকে নিরাপদে রাখার জন্য কাজ করবে লালবাজারের এই বিশেষ কন্চ্রোলরুম। ইতিমধ্যেই ত্রাণ শিবিরের খাবার এবং পোশাক মজুত করা হয়েছে।

বিপজ্জন বাড়ির তালিকা তৈরি করা হয়েছে। কলকাতা পুরসভা জল নিকাশি পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে। নৌকা ও ক্রেন মজুত রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। সেই সঙ্গে গঙ্গাবক্ষে নজরদারির জন্য রিভার ট্রাফিক গার্ডকেও সতর্ক করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *