ব্যুরো রিপোর্ট: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার চাঁদা মোড়ে ইসিএল কর্মীকে গুলি করে খুন। মৃতের নাম মদন বাউড়ি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ জামুড়িয়ার চাপুই রোডে একটি দোকানে বসেছিলেন ওই ইসিএল কর্মী।
অভিযোগ, কাপড়ে মুখ ঢাকা দুষ্কৃতী হেঁটে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ইসিএল কর্মীর। কী কারণে হামলা, খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।