ব্যুরো রিপোর্ট: লকডাউনের পরে বাসমালিকরা নিজেই বাস ভাড়া বাড়িয়ে নিয়েছিলেন। সাতটাকার ভাড়া হয়ে গিয়েছিল ১০ টাকা। ৯ টাকার ভাড়া ১৫ টাকা, আর ১৫ টাকার ভাড়া কুড়ি টাকা। এব্যাপারে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের ঝামেলা প্রতিদিনই।
অভিযোগ জমা পড়েছিল পরিবহণ দফতরে। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের অনুরোধ সাড়া দেন বাসমালিকরা। এবার ভাড়া নিয়ন্ত্রণে বাসে হানা মোটর ভেহিকেলস ইনস্পেক্টরদের।
জানা গিয়েছে কলকাতার ২৫ টি রুটের মালিকদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে বাড়তি ভাড়া নেওয়া হলে, পারমিট বাতিল করে দেওয়া হবে।