জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি পুরোপুরি পর্যবেক্ষণ করে গেলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়াটার শুভংকর সিংহ সরকার।

জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি পুরোপুরি পর্যবেক্ষণ করে গেলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়াটার শুভংকর সিংহ সরকার।

ব্যুরো রিপোর্ট:  পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। শহর থেকে জেলা কোথাও বাদ নেই পুজোর প্রস্তুতি হতে। তবে এখনো পর্যন্ত কোথাও কোথাও বর্ষার জল জমে আছে। সেখানে হয়তো পুজোর প্রস্তুতি সেইভাবে হতে পারছে না। তবে শহর কলকাতায় যে সমস্ত বড় বড় পুজো গুলি হয়ে থাকে সেগুলি প্রায় প্রস্তুতি শেষের মুখে।

এদিন সকাল বেলা শহর কলকাতার বড় বড় পুজো মণ্ডপ গুলি একবার দর্শন করে গেলেন এবং পুরোপুরি পর্যবেক্ষণ করে গেলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়াটার শুভংকর সিংহ সরকার। তার সঙ্গে ছিলেন ফায়ার ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডির আধিকারিকরা।

এদিন সকাল বেলা মূলত কসবা বোসপুকুর, কসবা তালবাগান ও একডালিয়া পুজোর মণ্ডপ পর্যবেক্ষণ করে যান শুভঙ্কর বাবু ।সেই সঙ্গে তিনি জানান হাইকোর্ট যে সমস্ত নির্দেশ দিয়েছে সে সমস্ত নির্দেশ যেন সমস্ত পুজো মণ্ডপ গুলি পালন করেন। কোন মন্ডপের ভেতর দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া যাবে না ।

মন্ডপের বাইরে থেকে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করবেন। এছাড়া মন্ডপের বাইরেও ভিড় করা যাবে না। অন্যদিকে ফায়ার ডিপার্টমেন্ট ও p.w.d. ডিপার্টমেন্টের আধিকারিকরা ও সব দিক খতিয়ে দেখেন। সমস্ত নিয়মকানুন সবকিছু মানা হচ্ছে কিনা।

অন্যদিকে একডালিয়া পুজোর মন্ডপে কোষাধ্যক্ষ স্বপন মহাপাত্র জানিয়েছেন আজকে তাদের পূজামণ্ডপ পরিদর্শনে আসেন হেডকোয়ার্টার শুভঙ্কর সিং সরকার।

তারা জানিয়ে গেছেন হাইকোর্টের নির্দেশ যেন মানা হয় এবং কোথাও যেন মন্ডপের বাইরে বেশি দর্শনার্থী জমায়েত না করা হয়। সেই ভাবেই নিয়মকানুন মানা হবে বলেই জানিয়েছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *