ব্যুরো রিপোর্ট: রায়গঞ্জ রেলস্টেশনে রেক পয়েন্ট সহ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী।
শুক্রবার রেক পয়েন্টের জায়গা পরিদর্শনে কাটিহার ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরীর সঙ্গে ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ রায়গঞ্জ রেলস্টেশন উন্নয়ন কমিটির সদস্যরা।
পরে এই প্রতিনিধি দল একটি বৈঠকে বসেন। রেলওেয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এবং বিধায়ক কৃষ্ণ কল্যানী রায়গঞ্জ রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়নের কিছু প্রস্তাব দেন।
ডি আর এম শুভেন্দু কুমার চৌধুরী সেই প্রস্তাবগুলো রেলওয়ে বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানিয়ে দেন। এর পাশাপাশি ডি আর এম এও জানিয়ে দেন রেলওয়ে বোর্ডের নির্দেশ মতো ২৫ শতাংশ ট্রেনই চলাচল করবে। তৃতীয় ঢেউএর পরিস্থিতি দেখে পরবর্তীতে বেশী সংখ্যক ট্রেন চালানো হতে পারে বলে জানান তিনি।
কাটিহার-রাধিকাপুর রেললাইন ধরেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক পণ্য আমদানি রপ্তানি চলে। এই রেলপথেই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন রায়গঞ্জ। বাংলাদেশের সাথে পণ্য আমদানি রপ্তানি সহ আন্তরাজ্য বানিজ্যের জন্য প্রয়োজন রেক পয়েন্টের।
সেই রেক পয়েন্ট রায়গঞ্জ স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় করা যায় কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার রায়গঞ্জ স্টেশন পরিদর্শন করতে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী।রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিধায়ক কৃষ্ণ কল্যানী সহ বিভিন্ন বানিজ্য সংগঠনের প্রতিনিধিদের নিয়ে পরিদর্শন করেন ডি আর এম।
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, আমি ডি আর এম এর কাছে প্রস্তাব দিয়েছি রায়গঞ্জ থেকে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনকে দমদমে একটি স্টপেজ দেওয়ার জন্য যাতে এখানকার মানুষ খুব সহজেই দমদমে নেমে অন্যান্য ট্রেন বা বাসে চেপে কিংবা ফ্লাইটে চেপে অন্যত্র দ্রুত যাতায়াত করতে পারেন।
কেননা যেখানে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় সেই চিৎপুর স্টেশন থেকে অন্যত্র যাতায়াতে চরম অসুবিধার মুখে পড়তে হয় রেলযাত্রীদের। এর পাশাপাশি রায়গঞ্জ শহরে যানজট এড়ানোর জন্য রায়গঞ্জ স্টেশনে রেক পয়েন্টের পরিবর্তে বাঙালবাড়িতে রেক পয়েন্ট করার প্রস্তাব দেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।
সাংসদ, বিধায়ক সহ সমস্ত বানিজ্যিক সংগঠন এমনকি রায়গঞ্জবাসীর সমস্ত দাবিদাওয়া রেলওেয়ের উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানালেন রেলওেয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু কুমার চৌধুরী।