সোফিয়া ডাঙ্কলের ব্যাটিং ঝড়ে নয়া রেকর্ড, প্রথম জয় পেল গুজরাত, হারের হ্য়াটট্রিক আরসিবি-র

সোফিয়া ডাঙ্কলের ব্যাটিং ঝড়ে নয়া রেকর্ড, প্রথম জয় পেল গুজরাত, হারের হ্য়াটট্রিক আরসিবি-র

ব্যুরো রিপোর্ট: মহিলাদের প্রিমিয়ার লিগে হারের হ্যাটট্রিক স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে প্রথম জয়ের মুখ দেখল গুজরাত জায়ান্টস। আজ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গুজরাত জায়ান্টস ১১ রানে হারিয়ে দিল আরসিবিকে। উইমেন্স প্রিমিয়ার লিগে দ্রুততম অর্ধশতরানের রেকর্ডটি নিজের দখলে নিলেন সোফিয়া ডাঙ্কলে।

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। প্রথম ম্যাচে গুজরাতের অধিনায়ক বেথ মুনি চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তারপর থেকে স্নেহ নেতৃত্ব দিচ্ছেন মহিলাদের প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি দলকে। গুজরাত জায়ান্টস মুনির পরিবর্ত হিসেবে সই করিয়েছে লরা উলভার্টকে। তবে তিনি এদিনের ম্যাচে খেলতে পারেননি।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তোলে গুজরাত জায়ান্টস। ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন ডাঙ্কলে। এটি টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি। তিনি ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৬৫ রান করে আউট হন। পঞ্চম ওভারে প্রীতি বোসের ৫টি বলে যথাক্রমে ৪, ৬, ৪, ৪, ৪ মেরে হাফ সেঞ্চুরি করেন ডাঙ্কলে।তিনে নামা হারলীন দেওল ৪৫ বলে ৬৭ রান করেন।

তিনি ৯টি চার ও একটি ছয় মেরেছেন। শ্রেয়াঙ্কা পাতিল ও হিদার নাইট দুটি করে উইকেট দখল করেন। মেগান শুট ১টি মেডেন-সহ ৩ ওভারে ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন। রেণুকা সিং ৪ ওভারে ৩৬ রান খরচ করে একটি উইকেট সংগ্রহ করেন। এলিস পেরি ৪ ওভারে ৪৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। জবাবে খেলতে নেমে শুরুটা খারাপ হয়বনি আরসিবির।

ওপেনিং জুটিতে ৫.২ ওভারে ৫৪ রান ওঠে। ১৪ বলে ১৮ রান করেন স্মৃতি মান্ধানা। অপর ওপেনার সোফি ডিভাইন ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৬৬ রান করেন।এলিস পেরি ২৫ বলে ৩২, রিচা ঘোষ ১০ বলে ১০, কণিকা আহুজা ৭ বলে ১০ রান করে আউট হন। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে হিদার নাইট ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি এগোতে পারেনি আরসিবি। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন অ্যাশ গার্ডনার। অ্যানাবেল সাদারল্যান্ড ২টি ও মানসী যোশী একটি উইকেট পেয়েছেন। এই জয়ের ফলে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল গুজরাত। পাঁচ দলের টুর্নামেন্টে সবার নীচে আরসিবি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *