২০ আগস্ট বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সনিয়া গান্ধী

২০ আগস্ট বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সনিয়া গান্ধী

ব্যুরো রিপোর্ট:  বিরোধী দলের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। আগামী ২০ আগস্ট বিরোধী দলগুলিকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হয়েছে।

সুত্রের খবর, সেই বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ এনসিপি প্রধান শরদ পাওয়ার-এর মত নেতারা।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে ঐক্যবদ্ধ হতে দেখা গিয়ে বিরোধীদের। বাদল অধিবেশনে পেগাসাস, মূল্য বৃদ্ধি, কৃষক আন্দোলন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন তারা। এমনকি বৃহস্পতিবার ১৫টি বিজেপি বিরোধী দল একাধিক ইস্যুতে মিছিলও করেছিলেন।

বৃহস্পতিবার শিবসেনার তরফে সঞ্জয় রাউত জানিয়েছিলেন, ‘বিরোধীরা একজোট হয়েছে। ২০ অগস্ট কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধী কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। সেই আলোচনায় আমন্ত্রিত রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও।’

তবে শুধু ভার্চুয়াল বোইঠক নয়, কিছুদিনের মধ্যে বিরোধীদের নিয়ে একটি নৈশ্যভোজের আয়োজন করতে পারেন কংগ্রেস সভানেত্রী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *