সৌমিত্র অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না, অন্য মহিলা প্রসঙ্গে জানালেন স্ত্রী সুজাতা

সৌমিত্র অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না, অন্য মহিলা প্রসঙ্গে জানালেন স্ত্রী সুজাতা

ব্যুরো রিপোর্ট:  মৌমিতা সাহা ও সৌমিত্র খাঁ-এর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে। তবে, এই গুঞ্জনে বিশ্বাস করেন না সৌমিত্র-পত্নী সুজাতা মণ্ডল খাঁ।

তিনি বলেছেন, ‘নাম না জানা, অচেনা, রুচিহীন মেয়েদের নিয়ে ওঁর কোনও আগ্রহ থাকতে পারে না।’ তাঁর স্বামীকে যুব মোর্চার সভাপতি পদ থেকে সরানোর জন্য রাজ্যই বিজেপি সভাপতি দিলীপ ঘোষ চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন সুজাতা।

এক নিউজ পোর্টালকে সাক্ষাৎকারে সৌমিত্র-পত্নী বলেছেন, যুব মোর্চার সভাপতি পদ থেকে তাঁর স্বামীকে সরানোর জন্যই এই চক্রান্ত করা হচ্ছে। পাশাপাশি তিবি বলেছেন, ‘আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এটা অনেকেই জানে এবং তার সুযোগ নেওয়ার চেষ্টা হচ্ছে।

আমরা একে অপরকে ৯ বছর ধরে চিনি। ও অন্য মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না। ওঁর পছন্দ এত নীচে নামবে না। এগুলো হাস্যকর, মজাদারও বটে। প্রথমবার জল্পনা শুনে হোহো করে হেসেছিলাম। ও কোনওদিন কাওকে ব্যক্তিগতভাবে পাত্তা দেয় না।’

সম্প্রতি মৌমিতা সাহা নামে এক নেত্রীকে রাজ্য সম্পাদক পদে নিয়োগ করেছিলেন সৌমিত্র খাঁ। তাঁকে যুব মোর্চার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত করারও নির্দেশ দেন।

সৌমিত্রর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বিজেপির যুব মোর্চার একাংশ। এ নিয়ে সৌমিত্রর বিরুদ্ধে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে চিঠিও লিখেছেন তারা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *