ব্যুরো রিপোর্ট: মহাকাশচারী নয়, চার সাধারণ মানুষকে নিয়ে মহাকাশে রওনা দিল স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট। বৃহস্পতিবার সূর্য ওঠার কিছুক্ষণ আগে ওই চার যাত্রীকে নিয়ে রওনা দেয় মহাকাশযান।

প্রথমে ক্রুজিং কক্ষপথে পৌঁছবেন তারা। তার পর আগামী তিন দিন পৃথিবীকে প্রদক্ষিণ করবে তারা। চার যাত্রীদের মধ্যে রয়েছেন আমেরিকার ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান।
জ্বালানির খরচের অনেকটাই তিনি বহন করেছেন তিনি। তার সঙ্গে রয়েছেন ক্যান্সারজয়ী হ্যালে আরসেনক্স, ভূবিজ্ঞানী সিয়ন প্রোক্টর ও মার্কিন বিমানবাহিনীর প্রাক্তন সদস্য ক্রিস সেমব্রোস্কি।