পুজোর আগেই পর্যটকদের জন্য বিশেষ উপহার রেলের, চালু হতে চলেছে ‘ভিস্তাডোম’ টয় ট্রেন

পুজোর আগেই পর্যটকদের জন্য বিশেষ উপহার রেলের, চালু হতে চলেছে ‘ভিস্তাডোম’ টয় ট্রেন

ব্যুরো রিপোর্ট:  উৎসবের মরসুম চলেই এসেছে প্রায়। অতিমারির মধ্যে এবার পুজো কি হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। তবে পুজোর মরসুমে হাতে থাকে অগাধ সময়।

অফিস, আদালতে চলে ছুটির হাওয়া। সেই ফাঁকে একটু যদি ভ্রমন হয় কার না ভালো লাগে।আর সেই ভ্রমণ যদি হয় ট্রেনে বসে প্রকৃতি দেখা তাহলে কেমন হয়।

নাহ্ ট্রেনে বসে প্রকৃতি দেখতে যেতে হবে না বিদেশে। এবার পশ্চিমবঙ্গের মধ্যেই প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ মিলবে।পুজোর আগেই ডুয়ার্সের পর্যটকদের জন্য বিশেষ উপহার রেলের!

টয় ট্রেনে ১৮০ ডিগ্রি রিভলভিং চেয়ারে বসে কাচের জানলা দিয়ে ‘ভারতের সুইজারল্যান্ড’ সিমলার প্রাকৃতিক দৃশ্য দেখার অভিনব ব্যবস্থা রয়েছে।

এবার সেই একই সুযোগ মিলবে উত্তরবঙ্গের ডুয়ার্সে।তবে টয় ট্রেন নয়, একেবারে অত্যাধুনিক ট্রেন চালু হচ্ছে। যার পোশাকি নাম ‘ভিস্তাডোম’। এই ট্রেনে বসে এনজেপি থেকে সেবক,

মালবাজার, চালসা হয়ে পাহাড়ের গা ঘেঁষে ডুয়ার্সের চা বাগানের অপরূপ সৌন্দর্যেরর হাতছানি পাবেন ভ্রমণপিপাসুরা। সবমিলিয়ে, ডুয়ার্স ভ্রমণের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।

ভারতীয় রেল সূত্রে খবর, অত্যাধুনিক কোচবিশিষ্ট স্পেশাল টুরিস্ট ট্রেন ‘ভিস্তাডোম’ এনজেপি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত চলবে।উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুণীত কৌর বলেন,

আপাতত সপ্তাহে তিন দিন- শুক্র, শনি ও রবিবার আলিপুরদুয়ার জংশন থেকে ভিস্তাডোম ট্রেনটি চলবে। আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া, কালচিনি, হাসিমারা, মাদারিহাট, চালসা, সেবক, গুলমা হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে এই ট্রেন।

সুদৃশ্য এই ট্রেনের ভিতরেও অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। কাচের বড় বড় জানালা রয়েছে। যাতে ট্রেনের যাত্রাপথেই ডুয়ার্সের জঙ্গল-পাহাড়-চা বাগানের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারেন পর্যটকেরা।

এছাড়া ভিস্তা ডোমে ১৮০ ডিগ্রি রিভলভিং চেয়ার রাখা হয়েছে। যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসেই অন্যদিকের জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন।’এই ট্রেন চালু হওয়ায় ডুয়ার্সের পর্যটন ব্যবসা যেমন জমে উঠবে, তেমনই রেলের আয় বাড়বে বলেও মনে করছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *