এটিকে মোহনবাগান ছেড়ে জামশেদপুরে গেলেন তারকা মিডফিল্ডার, ট্রান্সফার উইন্ডোয়ে শক্তি বাড়াল মুম্বই সিটি এফসি

এটিকে মোহনবাগান ছেড়ে জামশেদপুরে গেলেন তারকা মিডফিল্ডার, ট্রান্সফার উইন্ডোয়ে শক্তি বাড়াল মুম্বই সিটি এফসি

ব্যুরো রিপোর্ট: শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে শক্তি বাড়াল মুম্বই সিটি এফসি। ১৮ বছর বয়সী তরুণ গোলরক্ষক অহন প্রকাশকে তিন বছরের চুক্তিতে সই করাল আইসল্যান্ডাররা। যার ফলে ২০২৬ সালের মে পর্যন্ত তরুণ এই গোল রক্ষকের ঠিকানা মুম্বই সিটি এফসি।বিহারে জন্মানো এই তরুণ গোলরক্ষক বেঙ্গালুরু এফসির অ্যাকাডেমির প্রোডাক্ট।

২০১৭ সালে কর্ণাটকের সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৮ সালে এই প্রতিযোগীতায় দলের অধিনায়ক ছিলেন তিনি। ২০২০ সালে এআইএফএফ-এর দল ইন্ডিয়ান অ্যারোজে যোগ দেন এই অহন। ২০২১ সালে আই লিগে অভিষেক হয় তাঁর। ২০২১ সালে মোট আটটি ম্যাচে দলের গোলরক্ষার দায়িত্ব সামলেছিলেন তিনি।

প্রথম মরসুমে নিজের ছাপ রাখেন অহন। আই লিগের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে জিতেছিলেন ম্যাচের সেরার পুরস্কার। আই লিগের ইতিহাসে কোনও দলের কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার নজির স্থান করেন অহন। মাত্র ১৬ বছর বয়সে ৬ মার্চ ২০২১ সালে নেরোকা এফসি’র বিরুদ্ধে ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচে দলের অধিনায়কত্ব করেন তিনি।

বয়স ভিত্তিক জাতীয় দলেও নিজের প্রতিভার মাধ্যমে জায়গা করে নেন অহন। ভারতের অনূর্ধ্ব- ১৫ দলে এবং অনূর্ধ্ব- ১৭ দলে ডাক পান তিনি। মুম্বইয়ের হয়ে সই করার পর অহন প্রকাশ বলেছেন, “ভারতের অন্যতম বড় ক্লাব মুম্বই সিটি এফসি এবং তাদের সঙ্গে যুক্ত হতে পারাটা আমার কাছে সম্মানের।

অত্যন্ত সেরা ফুটবলারদের পাশে থেকে তাঁদের থেকে শিখতে পারব, এটা আমার উন্নতি সাহায্য করবে এবং আমাকে সেই সুযোগ দেবে যেখানে আমি দেখাতে পারব আমি কী করতে পারি। এই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করব আমি এবং আমি আর অপেক্ষা করতে পারছি না মুম্বইয়ে নতুন পরিবারের সঙ্গে সফর শুরু করার জন্য।

“অপর দিকে, স্থায়ী চুক্তিতে এটিকে মোহনবাগান ছেড়ে জামশেদপুর এফসিতে গেলেন প্রণয় হালদার। এই বাঙালি মিডফিল্ডারকে নেওয়ার খবর সরকারী ভাবে টুইট করে ঘোষণা করে শুক্রবার বিকেলে জামশেদপুর এফসি। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার গত মরসুমে লোনে এটিকে মোহনবাগান থেকে জামশেদপুর এফসিতে এসেছিলেন।

ওয়েন কোয়েলের দলের সিস্টেমের অপরিহার্য সদস্য হয়ে উঠেছিলেন প্রণয়। ২০২১-২২ মরসুমে জামশেদপুর এফসির হয়ে আইএসএল শিল্ড জেতেন প্রণয়। তাঁর দুরন্ত পারফরম্যান্স দেখে এই মরসুমে তাঁকে দলে ডেকে নেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। চলতি আইএসএল-এ জুয়ান খুব বেশি ব্যবহার করেননি প্রণয়কে দুই ম্যাচ মিলিয়ে মোট ৬৮ মিনিট খেলিয়েছিলেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *