ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় গুলাব! ওড়িশা-অন্ধ্রে বাতিল বহু ট্রেন, পূর্ণাঙ্গ তালিকা একনজরে.

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় গুলাব! ওড়িশা-অন্ধ্রে বাতিল বহু ট্রেন, পূর্ণাঙ্গ তালিকা একনজরে.

ব্যুরো রিপোর্ট:  ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপতনমের মধ্যে ঘূর্ণিঝড় ‘গুলাব’ আছড়ে পড়তে চলছে রবিবার সন্ধ্যায়।

এই ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধসের আশঙ্কাও থাকছে। তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য পথে।

রেলের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড় ‘গুলাব’ -এ পরিণত হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের জন্য’ কমলা ‘সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ের প্রভাব অন্যদিকে ঘুরে যাওয়ায় আপাতত স্বস্তির নিaশ্বাস ফেলেছে পশ্চিমবঙ্গ। আবহাওয়াবিদরা জানান, এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেলেও মায়ানমারের উপকূলের কাছে একটি নতুন নিম্নচাপ ব্যবস্থা তৈরির পূর্বাভাস মিলেছে।

তার প্রভাবে আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।আইএমডির মহাপরিচালক মৃতুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড় গুলাব পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

২৬ সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ কলিঙ্গাপত্তনম এবং গোপালপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে। তাই ২৬ ডিসেম্বর ১২টি ট্রেন বাতিল করা হয়েছে। ২৭ ডিসেম্বরও ৬টি ট্রেন বাতিল করা হয়েছে।

ভুবনেশ্বর-বিশাখাপত্তনম-ভুবনেশ্বর উভয় দিকের বিশেষ ট্রেনভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ বিশেষ ট্রেনভুবনেশ্বর-তিরুপতি

স্পেশালপুরী-গুনুপুর স্পেশালপুরী-চেন্নাই সেন্ট্রাল স্পেশালগানুপুর-বিশাখাপত্তনম-গুনুপুর উভয় দিকের স্পেশালবিশাখাপত্তনম-টাটা স্পেশালবিশাখাপত্তনম-কোরবা-বিশাখাপত্তনম উভয় দিকের বিশেষ

ট্রেনসম্বলপুর-নান্দেদরায়পুর-বিশাখাপত্তনম রায়পুর উভয় দিকের বিশেষবিশাখাপত্তনম-রায়গড়া স্পেশালরায়গড়া-গুন্টুর

স্পেশালতিরুপতি-ভুবনেশ্বর স্পেশালগুনুপুর-পুরি স্পেশালচেন্নাই সেন্ট্রাল-পুরি স্পেশালটাটা-বিশাখাপত্তনম স্পেশালনান্দেদ-সম্বলপুর স্পেশালরায়গড়া-বিশাখাপত্তনম স্পেশাল

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *