ব্যুরো রিপোর্ট: রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি এখনও বিপন্মুক্ত নন। এসএসকেএম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
রক্তচাপ স্থিতিশীল থাকলেও, সংক্রমণ, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রায় উদ্বিঘ্ন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,
সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করা হবে। এসএসকেএম-এর এমএসভিপি পীযূষ রায় জানিয়েছেন, মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।