ব্যুরো রিপোর্ট: পাকিস্তান-আফগান সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণ। এর জেরে মৃত্যু হল তিন জন পাক আধাসেনার। পাকিস্তান পুলিশের এক আধিকারিক এই হামলার খবর নিশ্চিত করেছেন। তবে এই হামলার দায় এখনও নেয়নি কোনও গোষ্ঠী।
সূত্রের খবর, আফগানিস্তানের মিয়া ঘুন্দি এলাকায় ‘ফ্রন্টিয়ার কনস্টেবুলারি গার্ডস’ এর শিবিরে এই আত্মঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ছিল। জানা গিয়েছে, এই হামলায় আহত হয়েছে ২০ জন।
এর মধ্যে রয়েছে সাধারণ মানুষও। এই ঘটনায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর উপর দায় চাপিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।তিনি বলেন,
‘কোয়েটায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের আত্মঘাতী হামলার নিন্দা করছি। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জঙ্গিদের বিরুদ্ধে যাঁরা প্রাণ বলিদান করেছেন সেই সব নিরাপত্তারক্ষীদের সেলাম জানাই।’