ব্যুরো রিপোর্ট: ‘বিগ বস’-এর ভক্ত যারা তারা একটা সিজন শেষ হতে না হতেই পরের সিজনের জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন। এই রিয়েলিটি শো নিয়ে প্রকাশ্যে যতই সমালোচনা হোক, ঘরবন্দি তারকাদের কেমিস্ট্রি, রোম্যান্স, ঝগড়া দেখতে কে না ভালোবাসে? অগস্টেই শুরু হতে চলেছে ‘বিগ বস ১৫’।
জানা যাচ্ছে এবার বেশ বড়ো টুইস্ট আনতে চলেছেন নির্মাতারা। কালার্সে দেখানোর আগে ‘বিগ বস’ দেখানো হবে ‘ভুট’ অ্যাপে। ৬ সপ্তাহ পর তা পাঠানো হবে কালার্সে। আর এই বিগ বস ওটিটি-তে থাকবে জনতা ফ্যাক্টর। অর্থাৎ, এবারের বিগ বসের ঘরে তারকাদের সঙ্গে দেখা মিলবে আম জনতার।
বিগ বস ওটিটি হোস্ট করছেন করণ জোহর। সলমন আসবেন ৬ সপ্তাহ পর, যখন এই রিয়েলিটি শো দেখানো হবে কালার্স চ্যানেলে। ততদিন শো সামলাবেন করণ। বিগ বস ওটিটি-র ছবি তো এর আগেই দেখে ফেলেছেন অনেকে। চলুন এবার দেখে নেওয়া যাক বিগ বসের মূল ঘর।
যেখানে তিন-চার মাস বন্দি থাকতে চলেছেন তারকারা।যে যে প্রতিযোগী নির্বাচিত হবেন তাঁদের নিয়ে যাওয়া হবে বিগবসের মূল বাড়িতে। ৮ অগস্ট থেকে শুরু হবে শো। ভি-জে অনুষা দান্ডেকর, ‘ইয়ে দিল আশিকানা’ খ্যাত করণ নাথ, দিব্যা আগরওয়াল,
‘খতড়ো কি খিলাড়ি’র প্রাক্তন প্রতিযোগি রিদ্ধিমা পন্ডিত, আদা খান থাকতে পারেন এবারের সিজনে। এখন অবধি শুধুমাত্র গায়িকা নেহা বাসিন জানিয়েছেন তিনি যাচ্ছেন ‘বিগ বস ১৫’-তে। বাকিদের নাম জানতে করতে হবে একটু অপেক্ষা।