ব্যাটেল গ্রাউন্ড মোবাইল গেমের নয়া আপডেটে কি কি এল, দেখে নিন একনজরে

ব্যাটেল গ্রাউন্ড মোবাইল গেমের নয়া আপডেটে কি কি এল, দেখে নিন একনজরে

ব্যুরো রিপোর্ট : চলতি মাসের শুরু থেকেই ডাউনলোড শুরু হয়েছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া-র । তারপরেই সামান্য কিছু বাগ-এর রিপোর্ট করেছিলেন গেমাররা।

নতুন আপডেটে সেগুলোকেই ফিক্স করে নির্মাতা সংস্থা ক্রাফটন। শনিবার নতুন প্যাচে ঠিক করা হয়েছে বেশ কিছু ইস্যু। সেগুলি হল,

১) কোনও খেলোয়াড় ইউনিকর্ন সেট আউটফিট পরে গেম লোড করতে গেলে সেটা লোডিং স্ক্রিনেই হ্যাং করে যাচ্ছিল। কিছুতেই লোড করা যেত না। সেটা ফিক্স করা হয়েছে আপডেটেড ভার্সনে।

২) কিছু ডিভাইসে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া খেলার সময়ে গেম ক্র্যাশ হয়ে যাচ্ছিল। সেটিও ঠিক করা হয়েছে এই নয়া ভার্সনে।

৩) কিছ কিছু স্মার্টফোনে সেশন মেনু খোলার সময়ে ফোন বন্ধ হয়ে যাচ্ছিল। সেটিকেও ফিক্স করা হয়।

৪) মিশন ইগনিশন মোডে ডিউন বাগি চড়ার সময় গুলি করতে সমস্যা হচ্ছিল। এর সমাধান করা হয়েছে।

৫) টেসলার গাড়ি চালানোর সময় অন্যান্য খেলোয়াড়দের আওয়াজ শোনা যেতনা। সেটারও সমাধান করা হয়েছে।

কীভাবে পাবেন এই আপডেটেড ভার্সন?

প্লে স্টোর থেকে আলাদা করে আপডেট না করে গেম রিস্টার্ট করলেই এসে যাবে আপডেট। তাই  আপডেট করার দিন একটু বেশি নেট খরচের বিষয়টা মাথায় রাখবেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *