ব্যুরো রিপোর্ট: পুজোর আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তর কলকাতার কলুটোলা স্ট্রিটে। সেখানকার একটি বিল্ডিং এই আগুন লেগেছে।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যাচ্ছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। পুরো এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।
তবে এই আগুন কীভাবে লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।অবশ্য এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে। আগুন লাগার সময় বিল্ডিংয়ে কেউ উপস্থিত ছিলেন না বলে বলেও জানানো হয়েছে।