ব্যুরো রিপোর্ট: অন্যান্য দেশের মতো ভারতের কাশ্মীরেও ছড়াতে পারে আফগানিস্তানের সন্ত্রাস। নয়াদিল্লিকে এমনটাই জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ।
পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, ভারত ও রাশিয়ায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হলে তারা একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করবে।রাশিয়ার রাষ্ট্রদূত বলেন,
‘আফগানিস্তান থেকে অন্যান্য দেশে সন্ত্রাস ছড়ানোর যে আশঙ্কা রয়েছে তা নিয়ে ভারতের মতোই রাশিয়াও উদ্বিগ্ন। এই সন্ত্রাস যেমন রাশিয়ায় ছড়াতে পারে, তেমনই ভারতের কাশ্মীরেও এই সন্ত্রাস প্রভাব বিস্তার করতে পারে।
‘তিনি আরও বলেন, ‘আশা করব আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশে সন্ত্রাস ছড়ানো হবে না। কিন্তু যদি তা হয় তবে সেটা ভারত এবং রাশিয়া উভয়ের পক্ষেই উদ্বেগের এবং তার জন্য প্রয়োজনে কোনও পদক্ষেপ করার দরকার হলে তা একত্রে করা হবে।
‘এর আগে তালিবানের সঙ্গে বৈঠক করেছিল রাশিয়া। সেই সময় এই বৈঠকে উপস্থিত ছিল পাকিস্তান। কিন্তু, তালিবানের উপর ভারতের প্রভাব না থাকায় এই বৈঠকে ভারতকে ডাকা হয়নি বলে জানিয়েছিলেন আফগানিস্তানে রাশিয়ারই বিশেষ রাষ্ট্রদূত জামির কাবুলোভ। তবে তা সত্বেও সন্ত্রাস নিয়ে ভারতকে সহযোগিতার বার্তা দিল রাশিয়া।