ব্যুরো রিপোর্ট: নিজের নাতির বন্ধুর বয়স মাত্র ২৪ বছর। সেই বন্ধুকেই প্রেম করে বিয়ে করলেন বছর ৬১-এর ঠাকুমা। সেই বিয়ের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় দেখানো হল লাইভ।
শেরিল ম্যাকগ্রেগরের নাতির একটি খাবারের দোকান রয়েছে। সেখানেই ১৫ বছর বয়স থেকে কাজ শুরু করেন কোরান ম্যাককেইন। সালটা তখন ছিল ২০১২।
সেই সময় শেরিলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলেও তা আর বেশি দূর এগোয়নি। এর পর ২০২০ সালে হটাৎ শেরিলকে বিয়ের প্রস্তাব দেন। কোরান।
কোরান বলেছেন, ‘শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও আবেগপূর্ণ। সেই কারণেই ওঁকে আমার পছন্দ হয়। আমি যখন ওঁকে বিয়ের প্রস্তাব দিই,
তখন উনি অবাক হয়েছিলেন। এর আগে বিয়ের সম্পর্কে আবদ্ধ হননি শেরিল। এত দিন পর সম্পর্কে আসতে খুশি শেরিল।‘