কলকাতা পুরসভার সদর দফতরে পালিত হল ৭৫তম স্বাধীনতা দিবস

কলকাতা পুরসভার সদর দফতরে পালিত হল  ৭৫তম স্বাধীনতা দিবস

ব্যুরো রিপোর্ট:  আজ ১৫ ই আগস্ট। স্বাধীনতা দিবস ।এবছর স্বাধীনতা দিবস ৭৫ বছরে পা দিল। করোণা সময়কালের মধ্যে দিয়ে অতি সাবধানতার মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।

রাজ্য তথা দেশজুড়ে এদিন সকাল বেলা কলকাতা পুরসভা ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতার পতাকা উত্তোলন করেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন ফিরহাদ হাকিম জানান আজ অতি গৌরবের দিন।

এই দিনে দেশ স্বাধীন হয়। তবে আরও গৌরবের কথা যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই এই কলকাতা পৌরসভার সঙ্গে যুক্ত ছিলেন। এক কথায় যা গৌরবময় দিন।

দেশের জন্য প্রাণ দিয়েছিলেন মহান ব্যক্তিরা তাদেরকে স্মরণ করেই এই দিন উদযাপন করা হয়। এছাড়া দেশের সমস্ত মানুষকে এই দিবসে শুভকামনা জানিয়েছেন ফিরহাদ হাকিম।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *