২৮ ও ২৯ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস

২৮ ও ২৯ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস

ব্যুরো রিপোর্ট:  মায়ানমার কোস্টের উপরে ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে.এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় সরে এসে পশ্চিমবঙ্গ এর উপকূল এর কাছাকাছি চলে আসবে. এর ফলে ২৮ ও ২৯ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে.আজ ২৭ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি।

আবহাওয়াবিদ – সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আগামীকাল এবং পরশু সব জায়গাতেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের. ২৮ তারিখ ভারী থেকে অতি ভারি বৃষ্টি হবে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪পরগনা. এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি ঝারগ্রাম ও নর্থ চব্বিশ পরগনায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। ২৯ তারিখে বৃষ্টি জারি থাকবে,

একটু ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতে ঝারগ্রাম, পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এ.নর্থ ২৪ পরগনা,সাউথ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতা তেও ভারি বৃষ্টির সর্তকতা জারি করা হলো.

আবহাওয়াবিদ – সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

হাওয়ার গতিবেগ থাকবে উপকূল এর জেলা পূর্বমেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘন্টায়.মৎস্যজীবীদের ২৭থেকে 29 মাছ ধরতে যেতে মানা. যেহেতু ২৮ ও ২৯ দু দিন বৃষ্টি হবে কর্পোরেশন এরিয়া নিচু এলাকায় জল জমবে.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *