ব্যুরো রিপোর্ট: আগামী ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস পালনের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে মাঠে ‘খেলতে’ নেমে পড়ছে রাজ্য বিজেপি।
আগামী ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাদের তরফে। প্রতি বিধানসভা এলাকায় এই কর্মসুচি আয়োজনের নির্দেশ দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব।
রাজ্য সরকারের ‘খেলা দিবস’ পালনের আগেই, ৯ আগস্ট শহিদ দিবস, সন্ত্রাস ও জাল টিকার অভিযোগে মশাল মিছিল করা করবে বিজেপি। সেদিন দলের তফিসিলি মোর্চাকে আদিবাসী দিবস পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর পর ১০ আগস্ট এক একটা বিধানসভা ধরে রাজ্যের মনিষীদের মূর্তি পরিষ্কারের কর্মসূচি নেওয়া হয়েছে।
১১ আগস্ট রাজ্যের সব বুথ এলাকায় গাছ পোতার পাশাপাশি মৃত কর্মীদের বাড়ি যাবেন বিজেপির নেতা ও বিধায়করা। ১২ আগস্ট আইন অমান্য অমান্য আন্দোলন করবে বিজেপির মহিলা মোর্চা।
এর পর ১৩ আগস্ট প্রতি বিধানসভা এলাকাতে কবাডি ও ফুটবল প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ আগস্ট ‘দেশভাগ ও বর্তমান পশ্চিমবঙ্গ’ নিয়ে সর্বত্র বক্তব্য রাখবেন বিজেপির জেলা ও রাজ্য নেতারা।
তার পর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করার পর ১৬ আগস্ট ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালনের ডাক দেওয়া হয়েছে রাজ্য বিজেপির তরফে। সেদিন প্রতিটি জেলা ও শহরে মিছিল করবে বিজেপি নেতা-কর্মীরা।