ব্যুরো রিপোর্ট: বিজেপি কর্মীর দেহ হস্তান্তরকে কেন্দ্র উত্তেজনা ছড়াল এনআরএস হাসপাতালে। বৃহস্পতিবার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ নিতে গিয়ে হোম গার্ডকে চড় মারেন বিজেপি নেতা দেবদত্ত মাজি।
এই ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, হোমগার্ডকে চড় মেরে ঠিক করেছেন বিজেপি নেতা।জানা গিয়েছে, বৃহস্পতিবার পরিবারের হাতে অভিজিৎ-এর দেহ তুলে দেওয়ার কথা ছিল।
সেই কারণেই বৃহস্পতিবার এনআরএস হাসপাতালের সামনে ভিড় জমিয়েছিলেন বিজেপি নেতা কর্মীরা। অভিযোগ, দেহ হস্তান্তর হতে দেরি হওয়ায় বিজেপি নেতা দেবদত্ত মাঝি হোমগার্ডকে চড় মারেন। এর পরেই হাসপাতালে চত্বরে উত্তেজনা ছড়ায়।
এই ঘটনা নিয়ে রাজ্য বিজেপি সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি চড় মেরে থাকেন, ঠিক করেছেন। একজন হোমগার্ড কীভাবে এরকম আচরণ করতে পারেন। বিজেপি নেতা ঠিক কাজ করেছেন। সরকারের গালে চড় মারা উচিত।‘
দিলীপের মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষ নিম্নরুচির পরিচয় দিয়েছেন।‘ পাশপাশি তিনি বলেছেন, ‘একজন হোমগার্ড তাঁর দায়িত্ব পালন করেছেন। কেন তাঁকে মার খেতে হবে। অকারণ অশান্তি করছে বিজেপি। অভিযুক্তের শাস্তি হওয়া প্রয়োজন।‘