ব্যুরো রিপোর্ট: আফগানিস্তানে শুরু হয়েছে তালিবান-রাজত্ব। সেখান থেকে প্রাণে বেঁচে ফিরে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা অনেকেই শুনিয়েছেন।
এবার সে দেশ থেকে প্রাণ বাঁচিয়ে দিল্লি পৌঁছানোর পর আরও এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আফগানিস্তানের এক মহিলা পুলিশকর্মী।
দিল্লি পৌঁছে মুসকান নামে ওই মহিলা জানিয়েছেন, মহিলাদের নিজেরদের বাড়ি থেকে থেকে তুলে নিয়ে গিয়ে তাঁদের ধর্ষণ করছে তালিবানরা। পাশাপাশি তাঁদের খুনও করছে তারা।
এর পরেই তিনি দাবি করেন, খুন করার পরে অনেকে মৃতদেহগুলিকেও ধর্ষণ করে।
শুধু তাই নয়, মহিলাদের উপার্জন না করার হুমকিও দিয়েছে তালিবানরা। এই হুমকি উপেক্ষা করে উপার্জনের চেষ্টা করলেই তাকে খুন করে তারা।