ব্যুরো রিপোর্ট: হায়দরাবাদে এক শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃত্যু হল অভিযুক্তের। রেললাইন থেকে উদ্ধার হয়েছে অভিযুক্তের মৃত দেহ। পুলিশ জানিয়েছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু অভিযুক্তের। তেলেঙ্গানা পুলিশের তরফে নেটমাধ্যমে ছবিও প্রকাশ করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর হায়দরাবাদের সিঙ্গারেনি কলোনিতে ছ’বছরের একটি শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী পাল্লাকোন্ডা রাজু নামে এক যুবকের বিরুদ্ধে। এর পর থেকে পলাতক ছিল অভিযুক্ত।
এর ঘটনার পর তেলেঙ্গানার মন্ত্রী মল্ল রেড্ডি বলেছিলেন, ‘আমরা ধর্ষক ও খুনিকে ধরব। তাকে ধরার পরে এনকাউন্টার করে মারা হবে।‘ এর পরেই বৃহস্পতিবার রেললাইনের উপর থেকে উদ্ধার হয় অভিযুক্তের মৃত দেহ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।