ব্যুরো রিপোর্ট: হরিদেবপুরে এক কারখানার মধ্যে থেকে প্রৌঢ়়ের দেব উদ্ধার ঘটনায় চাঞ্চল্য। নিজের লেদ মেশিনের কারখানার মধ্যে থেকে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হওয়া ওই প্রৌঢ়ের নাম তপন দে বলে জানা গিয়েছে।
শুক্রবার রাত এগারোটা বেজে গেলেও বাড়ি না ফেরায় ফোন করেও তাঁকে পাওয়া যানি। পরে বাড়ির লোকেরা যান কারখানায়। সেখানেই দেহ উদ্ধার হয়।