করোনা তৃতীয় ঢেউ আসার আগেই কলকাতা কর্পোরেশন প্রস্তুতি

করোনা তৃতীয় ঢেউ আসার আগেই কলকাতা কর্পোরেশন প্রস্তুতি

ব্যুরো রিপোর্ট:  ববি হাকিম- করোনা তৃতীয় ঢেউ আসার আগেই কলকাতা কর্পোরেশন প্রস্তুতি সেরে ফেলতে চাইছে তৃতীয় ঢেউ আসলে কিভাবে শিশুদের চিকিৎসা করতে হবে।

তা নিয়ে কলকাতা কর্পোরেশনের চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হয়েছে তবে ববি হাকিম বলেছেন শিশুদের ভয়ের কোন কারণ নেই যদি তাদের শরীরে অন্য কোনো রোগ না থাকে।

বাচ্চাদের জন্য আলাদা সেফহোম তৈরি করা হচ্ছে আইসোলেশন করা হবে সব মিলিয়ে কলকাতা কর্পোরেশন প্রস্তুতি রাখছে যাতে দ্বিতীয় ঢেউ আসলে বাচ্চারা কোনভাবেই মৃত্যুর মুখ থেকে বাঁচতে পারে সেই ব্যবস্থাই করছে কলকাতা পৌরসভা।

দুর্গা পুজো আসছে তাই কলকাতায় সকলকেই মাক্স বাধ্যতামূলক করতে হবে। কলকাতা নিউমার্কেট গড়িয়াহাট হাতিবাগান সহ গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে কলকাতা কর্পোরেশন অভিযান চালাবে।

সেই সঙ্গে নিউ মার্কেট এবং কলকাতার রাস্তায় হকারদের বাধ্যতামূলক এবং কাস্টমাররা মাক্স পড়তে হবে। যদি কেউ এই মাষ্ক না পড়েন তাহলে কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ববি হাকিম।

এবং সরকারি বাস এবং বেসরকারি ব্যাংকগুলোতে নো এন্ট্রি মাক্সের স্টিকার লাগানো থাকবে। ৯৩ নম্বর ওয়ার্ডে পদ্দার নগর পার্কে সঠিক তৃণমূল পতাকা লাগিয়ে চলে গেছে।

যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে।বিজেপি- অগ্নিমিত্রা পল কি ভুলে গিয়েছিলেন যখনই রাজ্যে আট দফা ভোট হয়েছিল।

তখন করো না পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল। আর এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে রাজ্যে। তারপর কেন উপ নির্বাচন নিয়ে রাজনীতি করা হচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *