রিপোর্ট- শেখ ইনায়াত: টালীগঞ্জ সিরিটি মুচিপাড়া থেকে বেহালা চৌরাস্তার দিকে একটি প্রাইভেট গাড়ি আসছিল সেই সময় চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লেগে যায় তারপর চালক দ্রুত গাড়িটি থামিয়ে দেয় এবং গাড়িটি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে।
বেহালা বীরেন রায় রোড পূর্ব মদনমোহন তলা অঞ্চলে ঘটনাটি ঘটে।ঘটনাস্থলে ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষেরা চলে আসে এবং জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয় মানুষের চেষ্টায় বেশ কিছুক্ষণ পরে আগুন নিভে যায়।গাড়িটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক বেরিয়ে আসতে পেরেছে বলে কোন রকম আহত হওয়ার ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি এলাকারই এক বাসিন্দার।