আগামী আরও ছ’মাস নাগাল্যান্ডে এ এফ এস পি এ জারি করল কেন্দ্র

আগামী আরও ছ’মাস নাগাল্যান্ডে  এ এফ এস পি এ জারি করল কেন্দ্র

ব্যুরো রিপোর্ট:  এবার উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডকে ‘সমস্যাজনক অঞ্চল’ বলে অভিহিত করল কেন্দ্রীয় সরকার। ৩০ ডিসেম্বর থেকে আগামী ছ’মাসের জন্য রাজ্যজুড়ে আফস্পা আইনও জারি করল তারা।বহুদিন ধরেই নাগাল্যান্ডে বিতর্কিত সেনাবাহিনী আইন জারি রয়েছে।

দশকের পর দশক রাজ্যটিতে জারি রয়েছে এ এফ এস পি এ আইন। সেই আইনই এবার রাজ্যটি থেকে প্রত্যাহার করা উচিত কিনা, এ বিষয়ে পর্যালোচনার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ‘ কেন্দ্রীয় সরকারকে উপদেশ দেওয়া হয়েছে যে, এই মুহূর্তে নাগাল্যান্ড এমনই সমস্যাজনক এবং ভয়ানক অবস্থায় রয়েছে যে রাজ্যজুড়ে সেনাবাহিনীর ব্যবহার প্রয়োজনীয়।

কাজেই সেনাবাহিনীর সেকশন-৩ (বিশেষ ক্ষমতা), ১৯৫৮ অনুযায়ী তাদের রাজ্যটিতে নিয়োজিত রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার এতদ্বারা ঘোষণা করছে, ৩০ ডিসেম্বর, ২০২১ থেকে আগামী ছ’মাস নাগাল্যান্ড সমস্যাজনক অঞ্চল।

‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব এই নোটিশ জারি করেন। নাগাল্যান্ডে AFSPA প্রত্যাহার সম্পর্কিত বিষয়ে পর্যালোচনার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, তার সদস্য সচিবের পদ পান পীযুষ গোয়েল। সরকারের উচ্চপর্যায়ের সচিব বিবেক যোশী এই কমিটির নেতৃত্ব দেন।

ডিসেম্বরের শুরুতেই ১৪ জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে সেনারগুলিতে। আর এই ঘটনার পর থেকেই উত্তপ্ত গোটা রাজ্য। রাজ্যজুড়ে চলছে সেনার বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ। মানুষের দাবি, নাগাল্যান্ড থেকে এ এফ এস পি এ তুলে নেওয়া হোক।

তবে আগামী ছ’মাসের জন্য সেই দাবি যে মেনে নেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করল সরকার। উল্লেখ্য, এই এ এফ এস পি এ আইনের ফলেই বিশেষ ক্ষমতা পায় সেনাবাহিনী।

যে কোনও ব্যক্তিকে পূর্ব নোটিশ ছাড়াই গ্রেফতার করতে পারে তারা। বিভিন্ন অঞ্চলে অভিযানেও নামতে পারে সেনাবাহিনী। এমনকি কোনও ক্ষেত্রে সাধারণ মানুষকে মেরে ফেললেও এই আইনে অনেকটাই বাঁচোয়া হয় সেনার৷

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *