ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের মন্ত্রীদের কেন্দ্রের সেচ মন্ত্রীর কাছে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের মন্ত্রীদের কেন্দ্রের সেচ মন্ত্রীর কাছে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যুরো রিপোর্ট:  একদিকে অতি বৃষ্টি আরেকদিকে ডিভিসির ছাড়া জল এই দুইয়ের জেরে বর্তমানে বানভাসি ঘাটাল। প্রতিবছর পশ্চিম মেদিনীপুরের এই অঞ্চলে  বন্যা হলেও এবছরে আকারটা ভয়াবহ রুপে দেখা গিয়েছে।

এদিন ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটালের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা নাগাদ ঘাটালে পৌঁছন তিনি। সেখানে উপস্থিত রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

মমতার সঙ্গে রয়েছেন ঘাটালের সাংসদ দেব। রয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁদের সঙ্গে নিয়েই বন্যা কবলিত এলাকা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।

জলবন্দি ঘাটাল, দুর্গতদের হাতে এদিন ত্রাণ তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থা দেখে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ’প্রায় সাত কিলোমিটার এলাকা সবটাই ডুবে গিয়েছে, পুরোটাই ভিডিও করেছি, হেলিকপ্টারে আসার সময় তুলেছি।

ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের প্রজেক্ট কিন্তু কিছুতেই আর্থিক বরাদ্দ দিচ্ছে না। এখন প্রাকৃতিক দুর্যোগ বেশি। তাই সুন্দরবন ও দিঘা নিয়ে একটা প্ল্যান কেন্দ্রের কাছে পাঠাচ্ছি, যাতে বাঁচানো যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের মন্ত্রীরা,

মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র, দেব, জুন মালিয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতোদের নিয়ে দিল্লিতে সেচ মন্ত্রীর সঙ্গে দেখা করুন।‘ মুখ্যমন্ত্রী এদিন আরও জানান যে নিম্ন দামোদারে ২০০০ কোটি টাকার প্রজেক্ট আগামী বছরেই সম্পূর্ণ হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *