ব্যুরো রিপোর্ট: করোনা অতিমারির কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের স্কুল-কলেজ। ক্লাসরুমে আবার কবে পড়াশোনা শুরু হবে তা নিয়ে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন মহলে।
চলতি বছর অর্থাৎ ২০২১ সালেও আদৌ স্কুল-কলেজ খুলবে কি না তা নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, পুজোর মরশুম শেষ হওয়ার পর যেন স্কুল-কলেজ খুলে দেওয়া হয়।
পাশাপাশি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল।
তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারেন।
তার পরেই স্কুল শুরু হবে।’চলতি বছরের প্রথম দিকে কিছুটা কমেছিল করোনার আক্রান্তের সংখ্যা। তারপর স্কুল-কলেজ খোলার কথা ভাবা হয়েছিল।
কিন্তু, তারপর আক্রান্তের সংখ্যা ফের হু হু করে বাড়তে থাকায় সেই ভাবনা পাল্টায় রাজ্য সরকার। তবে অবশেষে ২০ মাস পর স্কুল-কলেজ খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।