ব্যুরো রিপোর্ট: প্রত্যেক বছর ১৪ সেপ্টেম্বর দিনটি ‘হিন্দি দিবস’ হিসেবে পালিত হয়। প্রতিবারের মতো এবারেও হিন্দি দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত বছর ইংরাজিতে মমতা শুভেচ্ছা জানালেও,
এ বছর তিনি হিন্দিতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা লেখেন।সামনেই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। সেখানে হিন্দি বাসী মানুষের সংখ্যা নেহাত কম নয়। এই পরিস্থিতিতে ইংরেজি বাদ দিয়ে হিন্দি ভাষায় শুভেচ্ছা জানানোকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুধু তাই নয় গণেশ চতুর্থীর দিনও হিন্দি হরফে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে মমতা নেটমাধ্যমে লিখেছেন, ‘হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসী এবং হিন্দিভাষার উন্নতিসাধনে যে সমস্ত ভাষাবিদ নিরন্তর কাজ করে চলেছেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।‘