ব্যুরো রিপোর্ট: রাজ্যে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে হেলিকপ্টারে আরামবাগের হেলিপ্যাড গ্রাউন্ডে নামতে পারেন মুখ্যমন্ত্রী।
সেখানে পরিদর্শনের পরে হেলিকপ্টারেই বাঁকুড়া পরিদর্শন করতে পারেন। প্রথমে আকাশপথে বাঁকুড়া যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। জেলাশাসকের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকের কথা ছিল। কিন্তু পরে তা বাতিল হয়।