সিএনজি বাসের উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সিএনজি বাসের উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ব্যুরো রিপোর্ট:  ক্রমাগত পেট্রোপণ্যের দাম অগ্নিমূল্য হয়ে চলেছে। তার পাশাপাশি করোনার প্রকোপ চলছে। এই অবস্থার মধ্যে দিয়ে বাস মালিকরা বাসভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন অনেকবার। এখনো পর্যন্ত রাস্তায় নামেনি বেশকিছু বাস।

সরকারি বাস চললেও বেসরকারি বাস হাতে গুনে চলছে। এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের বাস গুলিকে সিএনজি তে কনভার্ট করে চালানোর বন্দোবস্ত করা হচ্ছে।

এদিন এমনই এক বাসের উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এদিন জানিয়েছেন যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে মানুষের পক্ষে অতিরিক্ত বাস ভাড়া দেওয়া সম্ভব নয়।

তাই বাসভাড়া না বাড়িয়ে যদি পেট্রোল ও ডিজেলের গাড়ি গুলিকে যদি সিএনজিতে পরিবর্তন করা যায় তাহলে বাস ভাড়া অনেকটাই কমে যাবে। ফলে মানুষের অনেকটাই সুবিধা হবে।

গত দু’বছর ধরে করোনার প্রকোপ চলার সময় অনেক মানুষ কাজ হারিয়েছেন। আবার অনেকের বেতন অধিকাংশ কমে গিয়েছে ।এই পরিস্থিতিতে বাসের ভাড়া বাড়ালে অনেকের অসুবিধা হবে ।

তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নেন পেট্রোল-ডিজেলের গাড়ি গুলিকে সিএনজিতে পরিবর্তন করার। প্রথমদিকে সরকারি বাস গুলিকে সিএনজিতে পরিবর্তন করা হচ্ছে।

পরবর্তী সময় যদি বেসরকারি বাস মালিকরা রাজি থাকেন তাদের গাড়িগুলো করা হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন অনেকদিন পর তিনি বাসের স্টিয়ারিং ধরলেন।

কম সে কম না হলেও প্রায় ৩০ বছর পর বাসের স্টিয়ারিং ধরলেন। তবে যুবক বয়সে তিনি লরি চালিযে ছিলেন বলে এদিন আরো একবার স্মৃতিচারণ করেন। তবে আজ বাস চালিয়ে তার অন্য এক রকমের অনুভূতি হয়েছে বলে জানান ফিরহাদ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *