মেয়েদের স্কুল না খুললে পরিণাম ভালো হবে না, সতর্ক করল আফগানিস্তানকে ইউনেস্কো

মেয়েদের স্কুল না খুললে পরিণাম ভালো হবে না, সতর্ক করল আফগানিস্তানকে ইউনেস্কো

ব্যুরো রিপোর্ট:  আফগানিস্তানে খুলছে স্কুল। তবে মেয়েদের নয়, শুধু ছেলেদের জন্য তা খোলা হচ্ছে। মেয়েদের স্কুল কবে খুলবে তার কোনও খবর নেই।শনিবার ছেলেদের জন্য সেকেন্ডারি স্কুল খোলার নির্দেশিকা জারি করেছে আফগান সরকার।

এনিয়ে এবার সরব হল ইউনেস্কো। সংস্থার তরফে বলা হয়েছে, তালিবান সরকারের এমন সিদ্ধান্ত দেশের মেয়েদের মৌলিক অধিকার খর্ব করার সামিল।ইউনেস্কোর তরফে বলা হয়েছে, একটা দেশে শুধু ছেলেরা স্কুলে যাবে আর মেয়েরা স্কুলের নাগালই পাবে না,

সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। আর্ন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়বে। তাই এখনই মেয়েদের স্কুলে প্রবেশাধিকার দিতে হবে।শুক্রবার, আফগান শিক্ষামন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র পুরুষ পড়ুয়া ও শিক্ষকরাই স্কুলে আসবে।

এনিয়ে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে অ্যাজৌলে বলেন, মেয়েদের জন্য যদি স্কুলের দরজা বন্ধ করে রাখা হয় তাহলে তা হবে মেয়েদের অধিকার হরণের সামিল হবে। এর পরিনাম খুব ভালো হবে না।তাই আফগান সরকারকে পরামর্শ সমাজে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করুক সরকার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *